শনিবার, ১২ নভেম্বর ২০১৬ , ১১:১৮ পিএম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত আরো ১২০ জন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
শনিবার প্রদেশটির খুজদার জেলার শাহ নুরানি মাজারে এ বিস্ফোরণ ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় তহশিলদার জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। মাজারে সুফি আনুষ্ঠানিকতার ধামাল পরিবেশনার সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বুগতি জানান, গুরুতর আহতদের করাচিতে নেয়া হয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এসএস