images

জাতীয় / আন্তর্জাতিক / এশিয়া

সুচি’র নোবেল বাতিলের দাবিতে পিটিশন

রোববার, ২০ নভেম্বর ২০১৬ , ০৬:২০ পিএম

images

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় শান্তিতে নোবেল জয়ী ও মিয়ানমারের নেত্রী আং সাং সুচি’র নোবেল পুরস্কার বাতিল অথবা ফিরিয়ে নেয়ার দাবিতে গণ পিটিশন শুরু করেছে চেঞ্জ ওআরজি (change.org)। 

সুচি’কে বিশ্বশান্তির জন্য হুমকি আখ্যা দিয়ে সংগঠনটির কর্মীরা একটি অনলাইন পিটিশনে সাধারণ মানুষের সমর্থন আদায় করছেন। এ আবেদনে সমর্থন জানিয়েছেন ১ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ জন। মোট দেড় লাখ সই হলেই তারা এটি নোবেল কমিটি-২০১৬’র চেয়ারম্যান কাচি কুলমান ফিভের কাছে সেটি হস্তান্তর করবেন।

ইন্দোনেশিয়া থেকে করা ওই পিটিশনের উদ্যোক্তা এমারসন বলেন, যারা বিশ্বশান্তি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ তাদেরকেই শুধু শান্তিতে নোবেল দেয়া উচিত।

বেশ কিছুদিন ধরে দমন অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীদের হাতে বহু রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। গেল মঙ্গলবার দেশটির রাখাইন রাজ্যে আবারো দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।  এতে শতাধিক রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

এপি/এমকে