images

জাতীয় / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

১২ ফুট লম্বা কুমিরকে মেরে ঝুলিয়ে রাখেন ৭৩ বছরের বৃদ্ধা

বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ , ০৯:১৭ পিএম

images

নিজের পোষা ছোট ঘোড়াটি খামারের পুকুরে থাকা কুমিরটি খেয়েছে। এই সন্দেহে কুমিরের মাথায় নিজের বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছেন ৭৩ বছরের এক বৃদ্ধা। তার নাম কচরান।

আমেরিকার টেক্সাসের গুডরিচে তার খামারে এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় কচরান বন্দুক তাক করেছেন, আর তার মেয়ের জামাতা  কুমিরটির মুখে একটি হুক দিয়ে আটকিয়ে রশি বেঁধে টান দিচ্ছে। এক পর্যায়ে কুমিড়টির মাথায় গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন কচরান।

মৃত কুমিরটির দৈর্ঘ্য ১২ ফুট। আর তার ওজন ৫৮০ পাউন্ড।

কচরান জানান, নয় বছর আগে পাঁচ বছর বয়সী এই কুমিরকে খামারের পুকুরে নিয়ে আসেন তার নাতি। তার পরিবার কুমিরের মাংস খেতে পছন্দ করে।

আরও পড়ুন : 
 

এমকে