শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১৬ , ০৬:২৯ পিএম
চীনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে নিহত হয়েছেন ১৮ জন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।
সিসিটিভি জানায়, প্রায় ২০ জন যাত্রী নিয়ে মিনিবাসটি ইঝু থেকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গেলে ১৮ জন প্রাণ হারান।
এরই মধ্যে বাসচালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
এস