images

জাতীয় / আন্তর্জাতিক

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন সবাই

সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬ , ১২:৪৫ পিএম

images

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।  তবে জীবিত আছেন বিমানের সব যাত্রী। নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মারাত্মক আহত হয়েছেন ১৬ জন। ৩৯ যাত্রী নিয়ে আইএল-১৮ নামের রুশ বিমানটি সাইবেরিয়ার ইয়াকুটিয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

৩২ জন যাত্রী এবং ৭জন ক্রু নিয়ে বিমানটি কলতসোভো বিমানবন্দর যাত্রা শুরু করে। খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়ে তিনটি খন্ডে ছিটকে পড়ে। তবে কোন বিস্ফোরণ ঘটেনি। উদ্ধারকাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।  



এফএস/ এমকে