images

আন্তর্জাতিক

নতুন বছর পিছিয়ে যাবে ১ সেকেন্ড

শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ , ১২:০৫ পিএম

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে আমন্ত্রণ জানানোর অপেক্ষায় সারাবিশ্ব। থার্টিফার্স্ট নাইট উদযাপন আয়োজনে ব্যস্ত বিশ্ববাসী। ঘড়ির কাঁটায় ১২টা পার হলেই গোটা বিশ্ব একসঙ্গে বরণ করে নিবে নতুন বছরকে। তবে মজার বিষয় হচ্ছে,  নববর্ষ উদযাপনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে অতিরিক্ত ১ সেকেন্ড।

২০১৭ সালের কাউন্টডাউনে ১ সেকেন্ড যোগ করতে হবে ‘লিপ সেকেন্ড’ হিসেবে। পৃথিবীর আবর্তনের ধীরগতির কারণে এ বছর ২৩:৫৯:৬০ সেকেন্ডের পর ১ সেকেন্ড বন্ধ থাকবে সব ঘড়ি। এর পরই শুরু হবে সারাবিশ্বে নতুন বছর উদযাপন।

সবশেষ ২০১৫ সালের জুনে ‘লিপ সেকেন্ড’ ব্যবহার করা হয় এবং এবারের ‘লিপ সেকেন্ড’ হবে বিশ্বের ইতিহাসে ২৭তম। পৃথিবীর আবর্তনের ধীরগতির কারণে আণবিক ঘড়ি থেকে পিছিয়ে যায় দৈনন্দিন ব্যবহৃত ঘড়ির সময়। আর তাই এ ‘লিপ সেকেন্ড’ যোগ করা হয়।

যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির প্রধান গবেষক পিটার হিবারলে জানান, পৃথিবীর আবর্তনের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান কমানোর জন্যই ‘লিপ সেকেন্ড’ দরকার। যদিও এ ব্যবধান ক্ষুদ্রতর। কিন্তু ১ হাজার বছর পরে এ ‘লিপ সেকেন্ড’ এর পরিমাণ হয়ে যাবে ১ ঘণ্টার সমান।

       
এফএস/ডিএইচ