বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ০৩:৩৭ পিএম
ঘন কুয়াশার কারণে প্রথমবারের মতো রেড অ্যালার্ট জারি করা হয়েছে চীনের রাজধানী বেইজিং ও এর আশপাশের এলাকায়। মাত্র ৫শ’ মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছে না খালি চোখে।
একই অবস্থা তিয়াজিং, হেনান, হুবেই, শ্যানডং, আনহুই ও জিয়াংশু প্রদেশেও। অতিরিক্ত কুয়াশার জন্য মঙ্গলবার উত্তর ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
বাতিল করা হয়েছে বিমানের দেড়শ’ ফ্লাইট। বন্ধ রয়েছে বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ মহাসড়কও। দু’দিনের মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। এদিকে বায়ুদূষণে বাতাসে অতিরিক্ত ধূলোর কারণে রেড অ্যালার্ট জারি রয়েছে রাজধানীসহ ২৪টি শহরে। এর সঙ্গে কুয়াশা যোগ হয়ে পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে।
এফএস/এমকে