মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ , ১২:৩৬ পিএম
Failed to load the video
নান্দনিক কারুকাজে গড়া চীনের ইউনান প্রদেশের কেন্দ্রীয় জাদুঘর। চীন ও ইউনানের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের এক জীবন্ত পাঠশালা যেন জাদুঘরটি। কেবল জাদুঘর নয় ইউনান ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রও এটি।
কোটি বছরের ইতিহাসের অংশ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের অদূরের স্টোন ফরেস্ট। চীনের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে সংরক্ষণ করতে এই স্টোন ফরেস্টের কাঠামোতে তৈরি করা হয়েছে ইউনান জাদুঘরের নতুন ভবন। যার পথচলা শুরু ২০১৫ সালের ১৮ মে।
জাদুঘরটি ধারণ করে আছে প্রাগৈতিহাসিক কাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত গড়ে ওঠা নানা ইতিহাস-ঐতিহ্যকে। বিভিন্ন জাতিগোষ্ঠী কীভাবে সভ্যতা বিকাশে অবদান রেখেছে আগতদের কাছে তা তুলে ধরছে। প্রাকৃতিক সম্পদ, শিল্প ও প্রাচীন প্রযুক্তিগত উৎকর্ষতা তুলে ধরেছে দুই লাখ সাংস্কৃতিক ধ্বংসাবশেষের মাধ্যমে।
জাদুঘরটি ধারণ করেছে ব্রোঞ্জ যুগের ইতিহাসকে। আছে, খৃষ্টের জন্মেরও আগের প্রাচীন রাজ্য দিয়ানের নানা অনুষঙ্গ।
পি