বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ০৯:০৩ পিএম
২ হাজার রুপিতে নিজের সদ্যজাত সন্তানকে বেচে দিলেন মহিলা। শুনে অবাক হলেও এমনটাই ঘটছে ভারতের উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলায়।
দারিদ্র্যের কারণে ওই মহিলা তার সদ্যজাত সন্তানকে ২ হাজার রুপির বিনিময়ে প্রতিবেশীর কাছে বিক্রি করে দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘অভিযুক্ত মহিলা দৈনিক মজুরের কাজ করেন। তার ১২ বছরের একটি মেয়ে ও ৮ বছরের ছেলে রয়েছে। আর্থিক অভাবের জন্য মহিলা তার সদ্যজাত সন্তানকে প্রতিবেশীর কাছে বিক্রি করেন। ’ এ ঘটনা জানাজানির পর প্রতিবেশী ওই শিশুটিকে ফেরত দিয়ে দেন তার মায়ের কাছে।
এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) পক্ষ থেকে মঙ্গলবার কেন্দ্রাপাড়া জেলা প্রশাসকের কাছে রিপোর্ট জমা দেয়া হয়।
এপি/জেএইচ