বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ , ০৯:৩৬ এএম
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দায়িত্ব পালনের শেষ দিন আজ বৃহস্পতিবার। এর আগে সংবাদ সম্মেলন করলেন বিদায়ী প্রেসিডেন্ট। এতে নিজের সাফল্যের জন্য যেমন প্রশংসা পেলেন, তেমনি সমালোচনার জবাবও দিতে হলো তাকে।
স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এ সংবাদ সম্মেলন হয়।
প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে আমেরিকা-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ নানা প্রশ্নের জবাব দিয়েছেন বারাক ওবামা। সেই সঙ্গে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপদেশও দিয়েছেন তিনি।
উইকিলিকসে তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিংয়ের শাস্তি কমানোর জন্য সমালোচনার জবাবও দিতে হয়েছে ওবামাকে। তিনি বলেন, চেলসি ম্যানিংকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি পেয়েছেন।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেকটা ঠাণ্ডা যুদ্ধের রূপ নিয়েছে। এ সম্পর্ক স্থিতিশীল অবস্থায় ফিরে আসা কঠিন।
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, আপনি যদি এমন কোনো পদ্ধতি চালু করেন, যেখানে আপনাকে প্রশ্ন করার সুযোগ থাকবে না; তাহলে আপনি ভুল করতে শুরু করবেন।
এফএস/ডিএইচ