images

জাতীয় / আন্তর্জাতিক / উত্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র

মেলানিয়ার নগ্ন ছবি প্রকাশ করেছেন ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ , ০৮:৫৩ পিএম

images

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও উপদেষ্টা রজার স্টোন দেশটির ফার্স্ট লেডি মেলানিয়ার নগ্ন ছবি প্রকাশ করেছেন।

মঙ্গলবার প্রকাশিত ‘ফ্রি, মেলানিয়া: দি আনঅথরাইজড বায়োগ্রাফি’ নামের একটি বইতে এই তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

বইটি লিখেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএনের করেসপন্ডেন্ট কেট বেনেট। অবশ্য এই নারী সাংবাদিকের লেখা বইটিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফ্যানি গ্রিশ্যাম ইমেইলে যুক্তরাজ্যের গণমাধ্যমটিকে দেয়া এক বিবৃতিতে বলেন, বেনেটের এই দাবিতে অবাক হয়েছেন ফার্স্ট লেডি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট ২০১৬ সালের ৩০ জুলাই মেলানিয়ার একাধিক নগ্ন ছবি প্রকাশ করে। ১৯৯৬ সালে ছবিগুলো তোলা হয়। পরের বছর এগুলো প্রকাশ করে একটি ফরাসি ম্যাগাজিন।

ট্রাম্পের বন্ধু হলেও তার নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে দেখা যায়নি স্টোনকে। তবে তিনি ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে বাধা দেয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন।

কে/এমকে