সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ , ০৩:৫৯ পিএম
এইচআইভি আর জ্বরের অ্যান্টি-ভাইরাস নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তৈরি হয়েছে এক নতুন ওষুধ। আর সেই ওষুধেই কাবু হয়েছে করোনাভাইরাস! সম্প্রতি এমনটাই দাবি করেছে থাইল্যান্ড।
থাইল্যান্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, এই নতুন অ্যান্টি-ভাইরাসের প্রয়োগে মাত্র ৪৮ ঘণ্টাতেই একজন রোগী সুস্থও হয়ে উঠেছেন। তবে বিষয়টা এখনও গবেষণার পর্যায়েই রয়েছে। তাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এখনই প্রয়োগ করার ছাড়পত্র দেয়া হয়নি।
থাইল্যান্ডের চিকিৎসক কিয়েংসাক আত্তিপর্নওয়ানিচ রোববার দাবি করেছেন, ৭১ বছরের এক করোনা আক্রান্ত রোগীর ওপর এই অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকরা তার ওপরে নজর রেখেছিলেন। তার শরীরে এই মিশ্রিত এইচআইভি এবং জ্বরের অ্যান্টি-ভাইরাস প্রয়োগ করার ৪৮ ঘণ্টা পর থেকেই শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।
আত্তিপর্নওয়ানিচ বলেন, ৪৮ ঘণ্টা আগে ওই রোগীর শরীরে করোনাভাইরাসের পরীক্ষা পজিটিভ দেখিয়েছিল। ৪৮ ঘণ্টা পরে সেই রিপোর্টই পুরোপুরি নেগেটিভ হয়ে যায়। এমনকি যে রোগী পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, তিনি বিছানায় উঠে বসতেও পারছেন। আগের থেকে অনেকটাই সু্স্থবোধ করছেন। এই পরীক্ষা সঠিক প্রমাণিত হলেই তা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আত্তিপর্নওয়ানিচ।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে আরও অন্তত ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এমনকি চীনের বাইরে ফিলিপাইনে এক আক্রান্তের মৃত্যুও হয়েছে। আর এরপরই থাইল্যান্ডে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি ওঠায় অনেকটাই আশাবাদী বিশ্ববাসী।
এ