images

জাতীয় / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র

আমেরিকায় মুসলিম প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৫৩ এএম

images

সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন ওয়াশিংটনের আদালত। শুক্রবার বিকেলে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ফেডারেল জজ জেমস রবার্ট এ স্থগিতাদেশ দেন।

চলতি সপ্তাহের মধ্যেই আদেশের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে বলে জানা যায়। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশে সাতটি দেশের নাগরিকদের আর কোন বাধা রইল না।

যদিও ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করার আইনগত অধিকার অঙ্গরাজ্যগুলোর নেই বলে দাবি করেছিলো আমেরিকার সরকারি আইনজীবীরা।

গেলো শুক্রবার ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এ আদেশের পর এ পর্যন্ত ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে বিক্ষোভ করেন।  জাতিসংঘ এবং বিশ্বের বহু দেশ এ ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

এফএস/এমকে