images

আন্তর্জাতিক / ভারত

জাকির নায়েকের এনজিওকে অনুদান দিতেন দাউদ ইব্রাহিম

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:০৪ পিএম

ড. জাকির নায়েকের এনজিও প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে (আইআরএফ) অনুদান দিতেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। জানালেন জাকির নায়েকের প্রধান অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা আমীর গাজদার।

আমীর গাজদারের বরাতে জি নিউজ জানায়, দাউদ ইব্রাহিম আইআরএফে অনুদান দিতেন সুলতান আহমেদ নামে এক মধ্যস্থকারী মাধ্যমে।

গেলো ১৬ ফেব্রুয়ারি ভারতের কর বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থপাচারের অভিযোগে আমীর গাজদারকে আটক করে।

ইডি জানায়, জাকির নায়েকের পক্ষে আমীর প্রায় ২শ’ কোটি রুপি বিদেশে পাচার করেছেন।

এছাড়া পাকিস্তান ও দাউদ ইব্রাহিমের সঙ্গেও জাকির নায়েকের সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

 

ওয়াই/জেএইচ