images

জাতীয় / আন্তর্জাতিক / স্বাস্থ্য / উত্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনার ত্রাণের ১.৪ বিলিয়ন ডলার গেলো মৃত ব্যক্তিদের নামে

শুক্রবার, ২৬ জুন ২০২০ , ০২:১৫ পিএম

images

মার্কিন সরকারের জবাবদিহিতা বিষয়ক অফিস বৃহস্পতিবার জানিয়েছে, দেশের মৃত ব্যক্তিদেরই এক দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থ প্রদান করা হয়েছে। করোনাভাইরাস মহামারির সময়ের ত্রাণের অর্থ এভাবে বেহাত হওয়ায় কঠোর সমালোচনা করেছে এই অফিস।

নিরপেক্ষ পর্যবেক্ষক এই সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে রাজস্ব এবং আইআরএস বিভাগ প্রায় ১ দশমিক ১ মিলিয়ন ডলার মৃত ব্যক্তিদের নামে পাঠিয়েছে। মোট অর্থের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবে আইআরএস জানায়, যদি মৃত ব্যক্তি বা অন্য কেউ পেয়ে থাকে তাহলে সব অর্থ ফেরত আসবে।

কিন্তু অবৈধভাবে পাওয়া ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি এবং কিভাবে সেই অর্থ ফেরত আসবে তাও জানায়নি আইআরএস। নতুন রিপোর্ট কংগ্রেসকে দেবে জবাবদিহিতা অফিস। সংস্থাটি জানিয়েছে, আইআরএস সামাজিক নিরাপত্তা প্রশাসনের দেয়া মৃত্যুর তালিকা যাচাই-বাছাই করেনি। তারা তৃতীয় পক্ষের তথ্য আমলে নিয়ে এমন কাজ করেছে।

ইন্ডিয়াপোলিসের এক বাসিন্দা বিস্মিত হয়েছিলেন যখন দেখলেন তার মায়ের নামে ১২০০ ডলারের একটি চেক ইমেইলে এসেছে। অথচ তার মা ২০১৮ সালের ১২ জানুয়ারি মারা যান। তবে শুধু তার সঙ্গেই এমন ঘটনা ঘটেনি।

টিলডেন নামের ওই ব্যক্তি এ নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর অনেকেই জানিয়েছেন যে তারা এমন আরও ঘটনার কথা শুনেছেন। তাই যারা এ ধরনের চেক পাবেন তাদের উচিত সেটি আইআরএসকে ফেরত দেয়া এবং ‘ভয়েড’ লিখে চেকটি পাঠিয়ে দেয়া। আইআরএসের ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের স্বজন আগেই মারা গেছে তাদের উচিত চেকটি ফেরত পাঠানো।