images

মধ্যপ্রাচ্য

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলের বিমান হামলা

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৫:১৭ পিএম

images

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসি বাংলা। 

হামলার বিষয়টি নিশ্চিত করে রোববার (১৫ মে) ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মূল্যায়ন করা হচ্ছে।  

এর আগে, শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আরটিভি/কেএইচ