মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১২:০৫ এএম
ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে খোদ রাজধানী তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানার সন্ধান পেয়েছে ইরান।
সোমবার (১৬ জুন) স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।
এর আগে, ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলার পর নড়েচড়ে বসেছে ইরান। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটি।
ইরান জানিয়েছে, তারা রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা সন্ধান পেয়েছে।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণাঞ্চলের শহর-ই-রে এলাকায় একটি তিনতলা ভবনে ২০০ কেজি বিস্ফোরক পদার্থ খুঁজে পেয়েছে। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন (ইউএভি) তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহার করছিল বলে দাবি করা হয়েছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, পৃথক দুটি অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আটকদের কাছ থেকে বিস্ফোরক, ২৩টি ড্রোন তৈরির সরঞ্জাম এবং লঞ্চার বাজেয়াপ্ত করেছে।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানের সুপ্রিম কোর্টে ফৌজদারি বিচারের পর আরেকজন মোসাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। এতে ইসরাইলের বিভিন্ন শহরে নিহতসহ বেশ ক্ষতির হয় দেশটি।
আরটিভি/কেএইচ