শনিবার, ২১ জুন ২০২৫ , ০৫:৪৫ পিএম
আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত সামরিক উত্তেজনা বন্ধেরও জোর আহ্বানও জানিয়েছেন তারা।
তুরস্কের রাজধানী ইস্তানবুলে ২১-২২ জুন অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠক থেকেই ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বিশ্লেষকরা বলছেন, এ বিবৃতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এ ছাড়া এ আগ্রাসনকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেও আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদন অনুযায়ী, এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘এই উত্তেজনা যেন আরও না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।’
ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোরও আহ্বান জানিয়েছে আরব লীগ। গোষ্ঠীটি বলেছে, এ ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।
এই বৈঠকেরই একটি অংশ হিসেবে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বিশেষ করে ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সামরিক সংঘর্ষ নিয়ে আলোচনা করেন।
আরটিভি/টি/এস