images

প্রবাস / ইউরোপ

পর্তুগালে দুর্বৃত্তদের হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন 

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৬:০৮ পিএম

images

পর্তুগালের বৃহত্তর লিসবনের আলমাদা এলাকায় নৃশংস হামলার শিকার হয়ে মারা গেছেন বাংলাদেশি ব্যবসায়ী মাহবুবুল আলম। 

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও জরুরি সেবা সংস্থা থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পর্তুগাল প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী হত্যায় জড়িত অপরাধীর কেউ গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়নি।

মাহবুবুল আলমের বাড়ি বাংলাদেশের সিলেট অঞ্চলের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। এ খবরে তার নিজ পরিবারে শোকের মাতমে চলছে ও পর্তুগালে বসবাসরত সব বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া পড়েছে। পর্তুগাল প্রবাসীরা এই ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার ও সর্বক্ষেত্রে সবার পর্যাপ্ত নিরাপত্তা দাবি জানান।

আরটিভি/কেএইচ