images

ভারত

মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৩৮ এএম

পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এ সিদ্ধান্ত নিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বীরেন সিংহ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল। দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি। এরমধ্যে অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ অবস্থায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করেন বিরেন সিংহ।

আরও পড়ুন
gaza7

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪৮ হাজার ২০০

ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে বীরেন সিংয়ের সময়কালকে মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। দেড় বছরের বেশি সময় সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়, কুকিসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘর্ষে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন হাজারও মানুষ।

বিশ্লেষকেরা বলছেন, বীরেন সিংহের পদত্যাগ মণিপুরের চলমান সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামলাবে সেটাই এখন বড় প্রশ্ন।

আরটিভি/আরএ/এস