images

ভারত

১০ মিনিট দেরি হওয়ায় ‘প্রাণ বাঁচল’ ভূমির

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ১০:৫৮ পিএম

images

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ জন আরোহীর মৃত্যু হয়েছে। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারত, যদি ভূমি চৌহান দেরি না করতেন। ১০ মিনিট দেরি হওয়ায় বিধ্বস্ত হওয়া বিমানে উঠতে পারেননি তিনি। আর তাতেই নিজেকে সৌভাগ্যভান ভাবছেন ভূমি। 

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ভূমি অনাবাসী ভারতীয়। থাকেন ব্রিটেনের ব্রিস্টলে। তার স্বামীও সেখানেই থাকেন। ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়া বিমানে আবার ব্রিটেনে ফেরার কথা ছিল তার। কিন্তু, ১০ মিনিট দেরি হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

ভূমি চৌহান বলেন, বিমানবন্দরে যাওয়ার পথে আহমেদাবাদের যানজটে পড়েছিলাম। ওই যানজটের কারণেই বেঁচে গেছি। বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাড়িতে ফিরে আসি। 

তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনার পর আমার পুরো শরীর কাঁপছিল। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন। 

আরও পড়ুন
Web-Image

বিমান দুর্ঘটনায় ভয়ংকর অভিজ্ঞতা জানালেন বেঁচে যাওয়া সেই ব্যক্তি

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের ফ্লাইটটি।

বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক, সাতজন পর্তুগালের নাগরিক, দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনই মারা গেছেন।

আরটিভি/আরএ