শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৫:১৭ পিএম
বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল এবং ফ্রিকোয়েন্সি কমানোর ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত।
শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বেচ্ছায় নেওয়া কিছু বাড়তি প্রি-ফ্লাইট সেফটি চেক এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বিকল্প রুটে দীর্ঘতর যাত্রার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, তিনটি রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে দিল্লি থেকে কেনিয়ার নাইরোবি রুটের ফ্লাইট বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। এ ছাড়া অমৃতসর থেকে লন্ডনের গ্যাটউইক এবং গোয়া মোপা থেকে গ্যাটউইকের ফ্লাইট স্থগিত থাকবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
সেইসঙ্গে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি কমিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। উত্তর আমেরিকায় দিল্লি থেকে টরন্টো, ভ্যাঙ্কুভার, সান ফ্রান্সিসকো, শিকাগো ও ওয়াশিংটন রুটে ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এছাড়া, ইউরোপের দিকেও লন্ডন হিথ্রো, প্যারিস, মিলান, আমস্টারডাম, কোপেনহেগেন, ভিয়েনা, বার্মিংহামসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট কমানো হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি রুটে প্রতি সপ্তাহে সাতটি করে ফ্লাইট চললেও তা কমিয়ে পাঁচটি করা হয়েছে। এছাড়া পূর্ব এশিয়ার টোকিও ও সিউল রুটেও কমানো হয়েছে ফ্রিকোয়েন্সি। বিশেষভাবে উল্লেখযোগ্য, দিল্লি-সিউল ইনচিওন রুটে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনটি এবং ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া।
এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন যাত্রার আগে তাদের বুকিং ও ফ্লাইট সূচি যাচাই করে নেয়। এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ সেবা আবারও চালু করা হবে।
আরটিভি/এসএইচএম/এআর