রোববার, ২২ জুন ২০২৫ , ০৪:০৫ পিএম
পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি আর কখনও পুনর্বহাল করা হবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
শনিবার (২১ জুন) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও এ খবর জানিয়েছে।
অমিত শাহ বলেছেন, সিন্ধুর পানিবণ্টন চুক্তি আর কখনই পুনর্বহাল হবে না। পাকিস্তানে যাওয়া পানি আমরা খালের মাধ্যমে বরং রাজস্থানে পাঠাব। অন্যায্যভাবে এতদিন অনেক পানি পেয়েছে পাকিস্তান, এখন তাদেরকে বঞ্চিত রাখা হবে।
১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি অনুযায়ী ভারত থেকে উৎপন্ন তিনটি বড় নদীর পানি ব্যবহারের অধিকার পেয়েছিল পাকিস্তান। এতে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমি সরাসরি উপকৃত হয়ে আসছিল।
কিন্তু, গত ২২ এপ্রিল কাশ্মীরে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর চুক্তিটি স্থগিত করে দিল্লি। যদিও পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং দুই দেশের মধ্যে আকস্মিক শুরু হওয়া সংঘাতও নিরসন হয়েছে, তবুও চুক্তির স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হয়নি।
রয়টার্সের মতে, অমিত শাহের এই মন্তব্য পাকিস্তানের জন্য আলোচনার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। গত মাসেই ব্রিটিশ বার্তাসংস্থাটি জানিয়েছিল, পাকিস্তানের ফার্মল্যান্ডে প্রবাহিত একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত।
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে, তারা চুক্তি স্থগিতের মুহূর্ত থেকেই বলে আসছে, চুক্তি একতরফাভাবে বাতিল করার কোনো সুযোগ নেই এবং পানি অবরোধকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে।
আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আইনি পথ খতিয়ে দেখছে ইসলামাবাদ।
আরটিভি/এসএইচএম -টি