বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০১:০১ পিএম
দুর্গম পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। কিন্তু পথিমধ্যেই নিয়ন্ত্রণ হারালেন চালক; বাসসহ উল্টে গিয়ে পড়লেন খরস্রোতা নদীতে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার হলেন মাত্র ৭ জন। সেইসঙ্গে উদ্ধার হয়েছে দুই মরদেহ। এখনও নিখোঁজ আছেন অন্তত ১০ জন।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে; ভারতের উত্তরাখণ্ডে।
উত্তরাখণ্ড রাজ্য পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক নীলেশ কুমার ভারানে সাংবাদিকদের জানিয়েছেন, বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন এবং তাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। রুদ্রপ্রয়াগ শহর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বদ্রীনাথের দিকে যাচ্ছিলেন তারা। কিন্তু, ঘোলতি এলাকায় আসার পর পাহাড়ি সড়ক দিয়ে ওপরে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাশের অলকানন্দা নদীতে। বাসটি থেকে জীবিত অবস্থায় ৭ জন যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের সবাই কম-বেশি আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে উত্তরাখণ্ড দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং পুলিশ, উদ্ধারকাজও চলছে। তবে, অলকানন্দা নদীর খরস্রোতের কারণে উদ্ধারকাজে খানিকটা বিলম্ব হচ্ছে।
গত সপ্তাহেও উত্তরাখণ্ডের মাণ্ডিতে এরকমই একটি দুর্ঘটনা ঘটেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়েছিল একটি বাস। জহু থেকে মাণ্ডির উদ্দেশে যাওয়ার সময় ঘটেছিল দুর্ঘটনাটি। এতে এক জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন আরও ১৮ জন।
আরটিভি/এসএইচএম