শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৭:৪৩ পিএম
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে দেশত্যাগের পর এবার যুক্তরাজ্যেও বিপাকে পড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দেশটিতে থাকা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি কোম্পানি চরম আর্থিক সংকটে ভুগছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ইতোমধ্যে কোম্পানিগুলোকে ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ জুন) নিউইয়র্কভিত্তিক ডিজিটাল মিডিয়া বিজনাউ এ তথ্য জানায়।
যুক্তরাজ্যে আবাসন ব্যবসা আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর। বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে দেশে তার সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। এর মধ্যেই জানা গেলো, যুক্তরাজ্যে থাকা তার তিনটি আবাসন কোম্পানিও আর্থিক সংকটে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সাইফুজ্জামানের এই কোম্পানিগুলোর প্রশাসনিক দায়িত্ব পেয়েছে গ্র্যান্ট থ্রন্টন। তারা গত ২২ মে সাবেক এই আওয়ামী মন্ত্রীর সাদাকাত প্রোপার্টিস লিমিটেড, জারিয়া প্রোপার্টিস লিমিটেড এবং জেবা প্রোপার্টিস লিমিটেডের প্রশাসনের দায়িত্ব পায়।
গত বছর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০০ মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। যারমধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ি ছিল।
তিনটি কোম্পানি আর্থিক সংকটে পড়া এবং সেগুলো ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ যাওয়ার ব্যাপারে সাইফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল বিজনাউ। তবে, তিনি কোনো জবাব দেননি।
গ্র্যান্ট থর্টনের এক মুখপাত্র বিজনাউকে জানিয়েছেন, ঋণ দিতে ব্যর্থ হওয়ার পর সাইফুজ্জামানের কোম্পানিগুলো তারা ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নিয়ে গেছেন। এখন তারা এই কোম্পানিগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন অথবা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করবেন।
প্রতিবেদন অনুযায়ী, সাইফুজ্জামানের এই তিনটি কোম্পানিরই ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকের কাছে বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। নথি অনুযায়ী, কোম্পানিগুলোর ৩৭ মিলিয়ন পাউন্ড মূল্যের বিনিয়োগ সম্পত্তি রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ ১৩ মিলিয়ন পাউন্ড।
আরটিভি/এসএইচএম/এআর