images

চাকরি

এসআই পদে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন

বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ , ০৫:১৭ পিএম

images

পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  

বুধবার দুপুরে পুলিশের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছানের পাঠানো  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআই পদে নিয়োগের লিখিত পরীক্ষা  আগেই ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি নির্ধারিত রয়েছে। তবে সময়ের পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ২ ফেব্রুয়ারি সকাল ১০টার পরিবর্তে একই দিন বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনস্তত্ত্ব পরীক্ষা ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায়। সাধারণ জ্ঞান ও পাটিগণিত পরীক্ষা ৪ ফেব্রুয়ারি  সকাল ১০টার পরিবর্তে ওই দিন বেলা ২ টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

 এমসি/জেএইচ