images

কিডস

ক্ষুদে জিনিয়াস (ভিডিও)

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ০২:৩৫ পিএম

অনভ জয়াকর। এ প্রতিভাবান শিশুর বয়স ১ বছর ৫ মাস। এ বয়সেই ক্ষুদে জিনিয়াস অনায়াসে বলতে পারে ৫০টি দেশের রাজধানীর নাম। সোশ্যাল মিডিয়ায়  সম্প্রতি ভাইরাল হয়েছে এ শিশুর কীর্তি।

ভাইরাল হওয়া ভিডিওতে  দেখা যায়, শিশুটি চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইরান, জর্ডানের মতো দেশেরও রাজধানী হাসতে হাসতে বলে দিচ্ছে। সবেমাত্র অল্প অল্প কথা বলতে শিখেছে তাতেই আধো আধোভাবে অবলীলায় এমন শক্ত শক্ত নাম বলে দিচ্ছে সে।

এরইমধ্যে ফেসবুকে এ ভিডিওটি ভিউ হয়েছে ৬৫ হাজার, ৭৭৩টি শেয়ার ও লাইক পড়েছে ১৩০০।

এপি/জেএইচ