images

জাতীয় / অপরাধ / আইন-বিচার

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

সোমবার, ১২ অক্টোবর ২০২০ , ০৪:২২ পিএম

images

ঢাকাসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ঢাবির সেই ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার ২ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা।

আজ সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভূঞা শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

করোনা জয়ী মালাইকার ফেরা
মেয়েদেরকে শালীনতার কথাই বলতে চেয়েছি’

সূত্র জানায়, এদিন কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

কেএফ/ এমকে