বুধবার, ১২ জুলাই ২০১৭ , ০৫:১৩ পিএম
দেশে ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন ন্যায়পাল নিয়োগ না হওয়ায় বুধবার হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, রিটে ন্যায়পাল নিয়োগে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল জারির আর্জি জানানো হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
তিনি বলেন, ন্যায়পালের কাজ সম্পর্কে ওই আইনের ৬ ধারায় বলা হয়েছে, মন্ত্রণালয়সহ সব সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও বিচার করবে ন্যায়পাল।
সি/