images

আইন-বিচার

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৯ পিএম

images

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হয়। পরে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. জিন্নাতুল ইসলাম তালুকদার ‘৫৪ ধারায়’ গ্রেপ্তার দেখিয়ে আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। এ সময় ইয়াহইয়ার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা থেকে ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহইয়া চৌধুরী। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন‌ জাতীয় পা‌র্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি তিনি। ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

আরটিভি/আইএম/এআর