images

আইন-বিচার

মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০১:২৬ পিএম

images

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার ১৮০ দিনের (৬ মাস) মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী-শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। 

এ সময় হাইকোর্ট বলেন, ধর্ষণের শিকার শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন। এটা অন্যায়। ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেওয়া হবে।

আরটিভি/এসএইচএম/এস