images

আইন-বিচার

সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ ও ২ কোটি টাকা অবরুদ্ধ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৪:০২ পিএম

images

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকির বনানীতে ৩ হাজার ১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাটের বাজারমূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা। এ ছাড়া অবরুদ্ধ করা ব্যাংক হিসাবে ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা রয়েছে। 

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের  প্রেক্ষিতে এ আদেশ দেন। 

আরও পড়ুন
molla

সাবেক ডিআইজি মোল‍্যা নজরুলের সম্পদ ক্রোক ও শেয়ার ফ্রিজের নির্দেশ

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, মেহের আফরোজ ওরফে মেহের আফরোজ চুমকীর স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ ফ্রিজ ও ক্রোক করা আবশ্যক।

আরটিভি/এআর-টি