images

আইন-বিচার

যাত্রাবাড়ীতে গণহত্যা: ট্রাইব্যুনালে এসি তানজিল-ওসি আবুল হাসান 

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০১:০২ পিএম

images

জুলাই-আগস্টে গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে তাদের প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল।

গত ৩০ জানুয়ারি আবুল হোসেন ও তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিশন দুই মাস সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। তখন যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তাইম তার দুই বন্ধুর সঙ্গে চা পান করতে যান।

ওই সময় কোটা বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। তখন এসি তানজিল ও ওসি আবুল হাসানের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং গুলি করা হয়।

তখন প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের টেনে বের করে গুলি করে পুলিশ। পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তাইম।

আরটিভি/এফএ