images

লাইফস্টাইল / পরামর্শ

ঈদের আগেই গুছিয়ে নিন কাজগুলো

শুক্রবার, ২৩ জুন ২০১৭ , ০৪:৩২ পিএম

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দাঁড়িয়ে আছে সেই আনন্দের মহাক্ষণ। ঈদুল ফিতর। তার জন্য প্রস্তুতি কী? দেখতে দেখতে নাগালে চলে আসবে শত কাজ। দেরি না করে এখনই সাজিয়ে নেয়া উচিত ঈদের যত কাজ। আর ঈদের কাঙ্ক্ষিত ছুটিগুলি কীভাবে কাটাতে চাই।

আজ করবো না কাল করবো করে করে দিনাতিপাত করলে কোনো কাজই কমে না বরং বাড়ে কাজের বোঝা। মনে হতে পারে কী আর তেমন কাজ বা গুছানো। কাজ কিন্তু কম নয়। ফর্দটা নিয়ে বসলেই দেখা যাবে ছোট ছোট কত কাজ মিলে কেমন ব্যস্ততা চেপে বসেছে মাথার উপর।

সে কারণে দেরি না করে আলোচনায় বসা যেতে পারে পরিবারের অন্যদের সঙ্গে, পরামর্শ নেয়া যেতে পারে কী কী প্রয়োজন রয়েছে সবার। কী কী করা দরকার।

কাজের ফাঁকে ফাঁকে সময় করে এখনই না বসলে অনেক কাজই বাকি রয়ে যাবে, না হয় তৈরি হবে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলায় বিনাশ হতে পারে আনন্দের সময়। তাই দেখে নিই প্রস্তুতির ধরন।

  • পরিবারের সবার সঙ্গে একদিন বসা যেতে পারে।
  • শুনে নেয়া যেতে পারে কার কী প্রয়োজন রয়েছে।
  • জানা যেতে পারে কে কীভাবে আনন্দের দিনটি উদযাপন করতে চায়।
  • সামর্থ্য অনুসারে উন্মুক্ত আলোচনা হতে পারে।
  • ছুটির দিন বা কাজের ফাঁকে একবার মার্কেট যাচাইয়ে বের হলে মন্দ হয় না।
  • নোট রাখলে সমন্বয় করতে সুবিধা হবে।
  • একটু একটু করে কাজ এগিয়ে রাখা ভালো। যা অধিক চাপ থেকে মুক্তি দেবে।
  • কোথায় কোন পণ্য পাওয়া যায় তা জানা থাকলে অযথা সময় যেমন নষ্ট  হয় না তেমনি অর্থেরও অপচয় হয় না।
  • লম্বা ছুটির সময়টা কীভাবে কাটাতে পারেন তাও ঠিক করে রাখা যেতে পারে।
  • ঘরে বসেই অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারে ঘরে বসেই খরব নেয় যায় যা প্রয়োজন।
  • অনলাইন-শপগুলো ঘুরে দেখা যায়, সামান্য ফি এর বদলে বাসায় ডেকে দেখা যায় পণ্য ও তার তালিকা। 
  • প্রতিটি ব্র্যান্ডেরই রয়েছে নিজস্ব ওয়েবসাইট। চাইলেই দেখা যায় তাদের পণ্য।
  • কাঁচা তরকারি থেকে পাথরের গহনা যা চাই সবকিছুর সন্ধান পেতে সহযোগিতা নিতে পারি প্রযুক্তির।
  • যত আগে পরিকল্পনাটি গুছিয়ে নেয়া যাবে ততই সাশ্রয় হবে শ্রম সহজ হবে দৈনন্দিন কাজ।

আরকে