images

লাইফস্টাইল / রূপচর্চা

কফি দিয়ে ত্বকের যত্ন নিন

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৬:০৫ পিএম

images

কফি শুধু খেতেই না, ত্বকের যত্নেও এর কার্যকারিতা অনেক। কফি ত্বক ভালো রাখতে ভীষণ সাহায্য করে।  কফিতে আছে ভরপুর অ্যান্টি -অক্সিডেন্ট। আর এটার সাহায্যেই কফি মাস্ক আপনার ত্বকের নানান সমস্যাকে দূর করতে পারে।

কফি আপনার ত্বকের বলিরেখা বা ডার্ক সার্কেল, ড্রাই স্কিন বা পিগমেন্টেশন, ব্ল্যাকহেডস সব কিছুর সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। দেখে নিন ত্বক ভালো রাখতে।যেভাবে ব্যবহার করবেন কফি।

ব্ল্যাকহেডস দূর করে : কফিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে।  ফলে কফি মাস্কে আপনার ব্ল্যাকহেডস দূর হবে। আপনি যদি ব্রণ বা র‍্যাশ ইত্যাদির সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি ব্যবহার করবেন না।  যেভাবে তৈরি করবেন- দুই চামচ কফি পাউডার, ফ্রেস অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান।  ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বক ফর্সা করতে চাইলে : এটি সূর্যের অতি বেগুনে রশ্মির হাত থেকে আমাদের ত্বককে বাঁচায়। মেলানিন পিগমেন্ট কমাতে সাহায্য করে।  যেভাবে তৈরি করবেন- এক চামচ কফি গুঁড়ো, এক চামচ দই, এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান।  মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের সমস্যা : কফি আছে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।  যেভাবে তৈরি করবেন এক চামচ কফির সঙ্গে এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল নিন।  এবার মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেল : ডার্ক সার্কেল দূর করতে চাইলে এক চামচ কফি এবং এক চামচ মধু মিশিয়ে প্যাক বানান।  সেটা চোখের নিচে লাগিয়ে ১০-১৫ থাকুন।  তারপর ধুয়ে ফেলুন।

বলিরেখা : বলিরেখা দূর করতে চাইলে কফি পাউডার, কোকো এবং দুধ মিশিয়ে প্যাক বানান।  মিশ্রণটিতে অল্প লেবুর রস দিন।  এবার মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।