শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৪৪ পিএম
সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত গোলাপ ফুলটি শুধু দেখতেই সুন্দর নয়, তার গুণের জন্যেও অনন্য। গোলাপ ত্বকের যত্ন নিতেও বিশেষ উপকারী। বন্ধুত্ব, ভালোবাসা ও শান্তির প্রতিক বহনকারী গোলাপের পাপড়িরও কয়েকটি দারুণ ব্যবহার সম্পর্কে জেনে নিন।
ট্যান কমায় : সারাদিন বাইরে ঘোরাঘুরিতে ত্বকে ট্যান (রোদে পোড়া দাগ) পড়ে যায়। গোলাপের জল সহজেই ট্যান দূর করতে সাহায্য করে। গোলাপের নির্যাস ট্যানের সমস্যা দূর করে।
শরীরের দুর্গন্ধ কমায় : শরীরের বিশেষ করে বগলের দুর্গন্ধ কমাতেও গোলাপের জল বেশ উপকারী। গোলাপ জল ও চন্দন কাঠের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ মাস্ক লাগালে শরীরের দুর্গন্ধ দূর হয়।
পায়ে প্রয়োগ করা যায় : শীত শেষ হয়ে গরম পড়ে যাচ্ছে। এই সময় পায়ের তালুতে নারকেল তেল, গোলাপ পাপড়ি ও দুধের তৈরি মাস্ক লাগান। এতে শরীর ঠান্ডা থাকবে, পায়ের দুর্গন্ধও দূর হবে।
গোলাপ জল : গোলাপ জল দিয়ে গোসল করলে ত্বকের প্রদাহজনিত সমস্যাও অনেকটা কমে যায়। গোসল করার আগে গোলাপের পাপড়ি হালকা গরম পানিতে মিশিয়ে নিন। এতে অনেকটাই উপকার পাবেন।
ত্বকের যত্ন : গোলাপের পাপড়ি আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে নিন। গোসলের আগে বা পরে ত্বকে গোলাপের এই তেল মাখলে ত্বকের জেল্লা অনেকটাই বাড়বে।