images

লাইফস্টাইল / রেসিপি

অতিথি আপ্যায়নে সুস্বাদু মুড়ির রসগোল্লা

বুধবার, ২৬ জুন ২০২৪ , ১১:২৭ এএম

images

অতিথি আপ্যায়নই হোক কিংবা টুকটাক মুখমিষ্টি, রসগোল্লার জুড়ি মেলা ভার। তবে বাড়িতে ছানা মেখে রসগোল্লা বানানোর কাজ সহজ কাজ নয়। অথচ মুড়ি দিয়ে আপনি চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু রসগোল্লা। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি।

মুড়ির রসগোল্লার রেসিপি

উপকরণ: ১ কাপ মুড়ি, ১ কাপ দুধ (গাঢ় করা), ১ কাপ চিনি, ১/৪ কাপ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ ঘি, ২ কাপ জল, ৪ টি এলাচ।

প্রণালি: প্রথমে মুড়িগুলো শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিন। এবার ভেজে রাখা মুড়িগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে ভালো করে চালনিতে ছেঁকে নিন। এবার একটি ননস্টিক কড়াইয়ে দুধ খানিকটা গরম করে তার মধ্যে একে একে ২ টেবিল চামচ চিনি, গুঁড়ো দুধ, মুড়ির গুঁড়ো আর ময়দা ভালো করে মিশিয়ে একটি নরম মণ্ড তৈরি করে নিন। এ বার সেই মণ্ড থেকে ছোট ছোট রসগোল্লার আকারে গোল্লা বানিয়ে নিন। একটি কড়াইয়ে পানি গরম করে তাতে চিনি আর এলাচ মিশিয়ে নিয়ে পাতলা চিনির রস বানিয়ে নিন। বানিয়ে রাখা গোল্লাগুলো চিনির রসে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিন। রসগোল্লাগুলো আকারে বেড়ে গিয়ে নরম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মুড়ির রসগোল্লা। ঠান্ডা করে পরিবেশন করুণ।