বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:০০ পিএম
‘প্রেম লিখিতেছে গান কোমল আখরে
অধরেতে থরে থরে চুম্বনের খেলা
দুখানি অধর হতে কুসুমচয়ন
মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে
দুটি অধরের এই মধুর মিলন’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিগুলো একটি প্রেমময় চুম্বনের সৌন্দর্যকে তুলে ধরে।
ভালোবাসার রঙে রাঙানো ভ্যালেন্টাইন সপ্তাহের শেষ দিন আজ, ‘কিস ডে’ বা চুম্বন দিবস। ভালোবাসা প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম হলো এক আন্তরিক চুম্বন। এটি শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং শরীর, মন ও সম্পর্কের জন্যও দারুণ উপকারী। তাই দিনটি বিশেষ করে তুলতে সঙ্গীকে হৃদয়ছোঁয়া এক চুম্বনে ভরিয়ে দিন।
চুম্বনের উপকারিতা
যারা আজ সঙ্গীর কাছ থেকে দূরে রয়েছেন, তারা ভালোবাসার বার্তা পাঠিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করতে পারেন। চুম্বন হোক ভালোবাসার এক অনন্য প্রকাশ।
আরটিভি/জেএম