মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০২:৪৯ পিএম
পবিত্র রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। রমজান শেষ হওয়া মানেই ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে রাজধানীর বিপণিবিতানগুলোতে বাড়তে শুরু করেছে লোকসমাগম। কোনো কোনো দোকানের কর্মী ভালো বিক্রির কথা জানালেও কম বিক্রির কথাও জানাচ্ছেন কেউ কেউ।
রাজধানীর বিভিন্ন শপিং মল ও বেশ কয়েকটি ব্র্যান্ড শপ ঘুরে সরজমিনে ঘুরে দেখা গিয়েছে যারা কেনাকাটা করতে এসেছেন, তাদের মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। অনেকে স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন।
ক্রেতারা বলছেন, শুরুর দিকে এলে ভালো ডিজাইন পাওয়া যায়। শেষের দিকে পোশাকের সঠিক সাইজ পাওয়াও মুশকিল। ঈদের কেনাকাটা এগিয়ে রাখতে ছুটির দিনে শপিংমল-বিপণিবিতানে ঢুঁ মারছেন তারা।
এদিকে, দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডগুলো ঈদ ঘিরে বেশ রঙিন হয়ে উঠেছে। বৈচিত্র্যময় কালেকশনে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে তারা। তাদের ভিড়ে ব্র্যান্ড টপ টেন মার্ট এই ঈদে নিয়ে এসেছে নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক এবং জুতার বিশাল সমাহার, যা স্টোর ও অনলাইনে পাওয়া যাচ্ছে।
টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বলেন, আমরা বরাবরই চেষ্টা করি নিয়মিত আমাদের প্রোডাক্টে নতুনত্ব আনতে। পণ্যের মানোন্নয়ন করার মধ্য দিয়ে ক্রেতাদের রুচি ও চাহিদার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি আমরা।
সব বয়সের নারী-পুরুষের জন্য দেশি-বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, টপস, বোরকা ইত্যাদি পাওয়া যাবে এখানে।
টপ টেন মার্টে আরও রয়েছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। শিশুদের জন্য থাকছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি।
এদিকে টপ টেন মার্টের পাশাপাশি দেশের অন্য ব্র্যান্ডগুলোও ঈদে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে অন লাইন থেকে শুরু করে অব মাধ্যমে নানা অফারের মাধ্যমে চালাচ্ছে তাদের প্রচারণা।
এদিকে ব্র্যান্ড শপগুলোর বাইরে নিউমার্কেট ও ফার্মগেটে ফুটপাতের বিক্রেতাদের বিক্রি ভালো। নিম্ন ও মধ্যম আয়ের হাজারো ক্রেতা সেখানে ভিড় করছেন।
অস্থায়ী দোকানের বিক্রেতারা বলছেন, ক্রেতাসমাগম ভালো। শুরুর দিকে ক্রেতা কম থাকলেও রোজার মাঝামাঝি সময়ের পর থেকে ছুটির দিনগুলোতে ভালো বিক্রি হচ্ছে।
আরটিভি/এএ/এস