শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯ , ০৯:৩৫ এএম
আঁচিল নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। চিকিৎসকের পরামর্শ নিয়েও অনেক সময় কাজ হয় না। কিন্তু আপনি চাইলে ঘরেই এর চিকিৎসা চালাতে পারেন। দেখে নিন আঁচিল নিরাময়ে যা করবেন-
অ্যাপল সিডার ভিনেগার
ভিনেগারে ভেজানো তুলা আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। পাঁচ দিন এরকম করুন। অ্যাপল সিডার ভিনেগারে প্রচুর এসিড রয়েছে। এই এসিড প্রাকৃতিকভাবে আঁচিল দূর করবে।
অ্যালোভেরা
একটা অ্যালোভেরা পাতা কেটে নিন। ভেতরের থকথকে জেলিটা আঁচিলে লাগিয়ে দিন। কয়েকদিন করলেই এটা শুকিয়ে যাবে। নিজে থেকে ঝরেও যাবে। অ্যালোভেরার মধ্যে উপস্থিত ম্যালিক এসিড এই ম্যাজিক করে দেখাবে।
বেকিং পাউডার
ক্যাস্টর অয়েল এবং বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটা আঁচিলের ওপর ভালো করে লাগিয়ে বেঁধে রাখুন জায়গাটা। সারারাত এইভাবে রেখে দিন। দু-তিন দিন পর থেকেই ফল পেতে শুরু করবেন। ক্রমশ আঁচিল অদৃশ্য হয়ে যাবে।
রসুন
ত্বকের যত্নে রসুন খুবই উপকারি। রসুনে রয়েছে অ্যালিসিন। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল। রসুন থেঁতো করে ওই জায়গায় লাগালে উপকার হবে।
কলার খোসা
কলা খেতে ভালোবাসেন? খোসাটা ফেলবেন না। খোসার উৎসেচক ত্বককে রক্ষা করে। প্রতিদিন কলার খোসা আঁচিলের ওপর ঘষলে ফল পাবেন।
ডি/এসএস