শরীরের কোনো বিশেষ অংশে তিল থাকলে আপনার সৌন্দর্য যেনো বৃদ্ধি পায় অনেকটাই। এ তিল শুধু শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়। প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা রয়েছে। যদিও অনেকেই এসব কুসংস্কার বলে মনে করেন। তবুও এটি জানার প্রতি কিন্তু আগ্রহ কম না। তাহলে জেনে নিন তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি সম্পর্কে।
- নাকের ডান দিকে তিল থাকলে অপ্রত্যাশিত প্রাপ্তি ও খ্যাতি অর্জনের সম্ভাবনা থাকে। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তির ভবিষ্যত খুব খারাপ যাবে।
- চোখের নীচে তিল অধ্যবসায়ের চিহ্ন। যার ডান চোখে তিল রয়েছে খুব সহজেই তিনি উচ্চশিক্ষা ও প্রচুর অর্থ উপার্জন করবেন। বাঁ চোখের তিল যাদের রয়েছে তাদের ভাবনা চিন্তা তেমন ভালো নয়। চোখের পাতায় যাদের তিল রয়েছে তারা সাধারণত সংবেদনশীল হন।
- গলায় তিল থাকলে সম্পদশালী হওয়ার সম্ভাবনা কম।
- যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালবাসা ভরপুর। তবে ঠোঁটের নীচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে।
- যে ব্যক্তির পেটে তিল রয়েছে তারা খুব পেটুক ও স্বার্থপর হন। এরা অন্য কাউকে নিজের টাকায় খাওয়াতে একেবারেই পছন্দ করেন না।
- বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তারা কর্মঠ ও ন্যায়প্রিয় হন। মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন।
- ডান দিকের ভ্রুতে তিল থাকলে অর্থ আসবে। ভ্রু’র বাঁ দিকে তিল থাকলে জীবনযাপন খুবই সাধারণ হবে। আর দুই ভ্রু’র মাঝখানে থাকলে সংসারে অশান্তি হবে সেই ব্যক্তির।
- কপালের ডান দিকে তিল আর্থিক সচ্ছলতার পরিচয়। ঈশ্বরে বিশ্বাসী। অন্যকে বিপদে সাহায্য করেন। কপালের বাঁ দিকে তিল স্বার্থপর, দুঃখ ও অসত্য চরিত্রের চিহ্ন।
- কানে তিল ভাগ্য ও যশের চিহ্ন। তাদের আয়ু অনেক বেশি থাকে। আর কানের পিছনে তিল থাকলে তার খুব ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হবে।
- ডান পায়ে তিল জ্ঞানের পরিচায়ক। ডান পায়ের গোড়ালিতে তিল থাকলে সেই ব্যক্তি সফল হবেন। আর বাঁ পায়ে থাকলে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করবেন।
- গালে লাল তিল থাকা শুভ৷ ডান গালে তিল থাকলে ব্যক্তি ধনী হন। তার জীবনসঙ্গী খুব সুখী হন।
- ঘাড়ের বাঁ দিকে তিল থাকলে তাদের দাম্পত্যজীবন সুখী হয়। যাদের বাঁ কাঁধে তিল রয়েছে তারা অল্পেতেই রেগে যান। ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন।
- মাথার মাঝখানে তিল নির্মল ভালবাসার প্রতীক। মাথার ডান দিকে তিল থাকলে তা কোনও বিষয়ে নৈপুণ্যের প্রতীক। আবার যাদের মাথার বাঁ দিকে তিল রয়েছে তারা অর্থের অপচয় করেন। কোনও পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালবাসবেন।
- চিবুকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংবেদনশীল। বাবা-মাকে শ্রদ্ধা করেন। স্ত্রী এবং আত্মীয়দের ভালবাসেন। আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তি চাপা স্বভাবের হয়।
- যে নারীর থুতনিতে তিল রয়েছে তারা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারেন না। তারা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন।
- ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমান। বাঁ তালুতে থাকলে সেই ব্যক্তির ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে।
![](https://cdn.rtvonline/media/photoalbum/2017/02/1174709_603521509700552_294683391_n.jpg)
জেএইচ/আরকে/এমকে