শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০১:৩৮ পিএম
রোজা রেখে অফিস, বাজার, শপিং ও বাসার কাজের চাপে ত্বক ক্লান্ত ও রুক্ষ হয়ে পড়েছে এটাই স্বাভাবিক। ঈদ আর মাত্র দু'দিন পর, কিন্তু পার্লারে যাওয়ার সময় নেই এমনও আছেন অনেকে। এদিকে ত্বকে রোদেপোড়া ছাপ, ব্রণের দাগ, শুষ্ক ত্বক। ঈদে সাজবেন কীভাবে সেই দুশ্চিন্তায় কাটছে সময়।
চিন্তার কিছু নেই! ঘরোয়া উপাদান দিয়েই মাত্র ১৫ মিনিটে ত্বক করে তুলতে পারেন উজ্জ্বল, কোমল ও প্রাণবন্ত। জেনে নিন সহজ এক ফেসপ্যাক তৈরির প্রণালি—
যা লাগবে:
ব্যবহারের পদ্ধতি:
এই ফেসপ্যাক ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র ১৫ মিনিটেই।
ত্বকের যত্নে আরও কিছু পরামর্শ:
এই সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই ঈদের দিন ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।
আরটিভি/জেএম