images

জাতীয় / অর্থনীতি

পর্যাপ্ত আলু হিমাগারে, মিলছে না বাজারে (ভিডিও)

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ০৭:৫৭ পিএম

Failed to load the video

হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকা সত্ত্বেও সরকার নির্ধারিত দামে আলু সরবরাহ করতে নারাজ মালিকেরা। এদিকে ব্যবসায়ীদের দাবি, তাদের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই হঠাৎ করে আলুর দাম নির্ধারণ করা হয়েছে।

রাজধানীসহ সারা দেশে বেড়েছে আলুর দাম। দাম বৃদ্ধির বাইরে নেই রেকর্ড পরিমাণ আলু উৎপাদনের জেলা জয়পুরহাট। সারা দেশের মতো সেখানকার বাজারেও বেড়েছে আলুর দাম। জয়পুরহাটের মতো রাজশাহী, ঠাকুরগাঁও, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের অবস্থা একই রকম। হিমাগারে আলু সংরক্ষণকারীরা জানান, সরকারি দামে আলু বিক্রি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে তাদের।  

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মজুদের পরিমাণটা জানার চেষ্টা করছি। কারা কারা মজুদ রেখেছে ও কতটুকু রেখেছে। যদি এই তালিকাটা করতে পারি তাহলে বুঝতে পারবো এখানে কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে কিনা। যদি আমরা এমন কোনো কিছু খুঁজে পাই তাহলে যথাযথ ব্যবস্থা নিবো।

সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আলুর ন্যায্য মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পি