images

জাতীয়

'গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বাধা আসতে পারে'

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ১১:৪৫ পিএম

images

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতে আন্তর্জাতিক বাধা আসতে পারে। বললেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

কামরুল বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার লক্ষ্যে পরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনে আলাদা সেল গঠন করা হবে।
আন্তর্জাতিকভাবে দিবস ঘোষণার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সারা বিশ্বে জনমত সৃষ্টির জন্য কাজ করবে। এক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় কোনো ধরনের ত্রুটি রাখা হবে না।

সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কেএম.শফিউল্লাহ, মহাসচিব হারুন হাবিব ও সহসভাপতি আনোয়ার উল আলমসহ আরো অনেকে।