images

জাতীয় / দেশজুড়ে

বইমেলা ফেব্রুয়ারিতে নয়, মার্চে করার প্রস্তাব

রোববার, ১০ জানুয়ারি ২০২১ , ১০:০৩ পিএম

images

করোনা মহামারিতে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে  প্রস্তাব দিয়েছেন  প্রকাশকরা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেছেন, করোনার কারণে ফেব্রুয়ারিতে বই মেলা হচ্ছে না। কারণ শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। আমরা আপাতত মেলা স্থগিত ঘোষণা করেছি। কবে আবার বইমেলা হবে, সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

এফএ