images

জাতীয়

‘করোনা ভয়াবহ আকার ধারণ করলে বইমেলা বন্ধ’

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ০৫:১৩ পিএম

images

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতি মাসের ১৮ মার্চ অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনা ভয়াবহ আকার ধারণ করলে বইমেলা বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা ২০২১ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও মাস্ক ছাড়া বইমেলায় একদমই প্রবেশ করা যাবে না। এরপর তার শরীরের তাপমাত্রা মাপা হবে এবং তা ঠিক থাকলে স্যানিটাইজ করা হবে। সবশেষে নিরাপত্তা পর্যবেক্ষণ করে মূল মেলায় ঢুকতে পারবেন লেখক-পাঠক-দর্শনার্থীরা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় নিয়ে বইমেলা অনুষ্ঠিত হবে।

এফএ