images

জাতীয় / স্বাস্থ্য

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হলো পবিত্র শবে বরাত

মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ , ০৮:৫৫ এএম

images

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন এই রাতে। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং করোনা থেকে মুক্তি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া চেয়েছেন।

শাবান মাসের মধ্য রজনি শবে বরাতে সোমবার সন্ধ্যার পরপরই ইবাদতে মশগুল হয়ে পড়েন মুসলমানরা। মসজিদে মসজিদে ভীড় জমে মুসুল্লীদের।
রাতভর মহান প্রভুর দরবারে নতজানু হয়ে প্রার্থনা করেন মুসল্লিরা। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। চোখের জলে মনের আকুতিতে অন্যায় ও পাপের জন্য ক্ষমার আর্জি জানান তারা।

দোয়া মাহফিলের পাশাপাশি সারারাত চলে কুরআন তেলোয়াত ও নফল নামাজ। তৃপ্তির আমেজ আসে বিশ্বাসী মনে। 

এ রাতের অন্যতম অনুষঙ্গ কবর জিয়ারত। ভীড় তাই গোরস্থানে। নিজেদের জাগতিক ব্যস্ততার মাঝে এসময় মুসলমানরা ভাবেন প্রিয়জনদের কথা, যারা চলে গেছেন না ফেরার দেশে। ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহিমান্বিত এ রাতের সকল আনুষ্ঠানিকতা।
পি