images

জাতীয়

আরিফকে শেষ শ্রদ্ধা মঙ্গলবার, মায়ের কবরেই দাফন

সোমবার, ০১ মে ২০১৭ , ০৬:৪৮ পিএম

images

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ও স্থপতি কাজী আরিফের মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌছানোর কথা রয়েছে। এদিন বিকালে উত্তরায় ৪ নম্বর সেক্টরে তার মায়ের কবরে সমাহিত করা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এসব তথ্য জানান। 

তিনি আরো জানান, কাজী আরিফের মরদেহ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে সর্বসাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে কাজী আরিফের মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমন্ডিতে তার মেয়ে অনুসূয়ার বাসায়।

রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ মাগরিব তার প্রথম জানাজা হয়। কাজী আরিফের মরদেহ নিয়ে তাঁর ছোট মেয়ে নিউইয়র্কে জেএফকে বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করা হয়।

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্ম নেন কাজী আরিফ। বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্যে হাতেখড়ি হয়। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কাজী আরিফ। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান তিনি।

এসজে