images

জাতীয়

পদ্মা সেতুর পিলারে ধাক্কা নিয়ে যা বললেন প্রকল্প পরিচালক 

মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ , ০১:২৯ পিএম

images

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় কোনো ক্ষতি হয়নি জানিয়ে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেছেন, বারবার সেতুর পিলারে ধাক্কা লাগা অনভিপ্রেত। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তিনি এ কথা বলেন। 

গতকাল রাতে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফেরিতে থাকা বেশ কিছু গাড়ি ক্ষয়-ক্ষতির শিকার হয়। 

পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনায় লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। এছাড়া ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি শাহ মখদুমের ধাক্কা লাগে। এ নিয়ে সেতুর পিলারে তিনবার ধাক্কা লাগার ঘটনা ঘটল। 

জেএইচ