মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ০৪:৪৬ পিএম
রংপুরের হারাগাছ থানা পুলিশের নির্যাতনে তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্তকে রংপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে বিস্তারিত ঘটনা এবং এ ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতকে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট আগামীকাল আদেশ দেবেন।
মঙ্গলবার (২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
এদিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে, রংপুরের হারাগাছে পুলিশের হাতে আটক তাজুল নামে এক মাদকসেবীকে পিটিয়ে হত্যার অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকিছু রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানান, হারাগাছ থানা পুলিশ নয়াটারী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় তাজুল ইসলাম নামে এক মাদকসেবীকে মারধর করে। একপর্যায়ে রাইফেলের বাট দিয়ে তাজুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়।
এনএইচ/টিআই